রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষর এক দশক পুর্তি উপলক্ষে সোমবার বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস্ পরীক্ষা ও মোনঘর শিশু সদনের ৮ শতাধিক শিক্ষার্থীকে একবেলা খাবার পরিবেশন করা হয়েছে।
মোনঘর শিশু সদন মাঠে সংগঠনটির এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। উন্মেষের সভাপতি বিটন চাকমার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রনজ্যোতি চাকমা, নারী নেত্রী টুকু তালুদার, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, লেখক শিশির চাকমা, মোনঘর শিশু সদনের নির্বাহী পরিচালক অশোক চাকমা, উন্মেষের উপদেষ্টা স্নেহাশীষ চাকমা, উন্মেষের সেবা গ্রহণকারী গৌরিকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরম চাকমা। প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরম চাকমা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা উন্মেষের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করে। তিনি স্বপরিবারের উন্মেষের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন।
সংগঠনটির সূত্রে জানা যায়, ২০১২ সালে ১২জন শিক্ষিত তরুণ এই উন্মেষ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৬ হাজার ৭শ ত্রিশ জনকে বিনামূল্যে রক্ত দান, ১২ হাজার মানুষের রক্ত গ্রুপ পরীক্ষা ও তিন পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নগদ টাকা ও ত্রাণ বিতরণ সংগঠনটির মাধ্যমে নিয়মিত রক্তদাতা রয়েছেন এক হাজার জনেরও বেশি। যুব উন্নয়ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড পুরষ্কার লাভ করে। রাঙামাটি ছাড়াও খাগড়ছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকা থেকেও উন্মেষের সদস্যরা রক্তদান কার্যক্রম পরিচালন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.