রাঙামাটিতে গণ টিকা নিতে মানুষের ভীড়

Published: 26 Feb 2022   Saturday   

প্রধানমন্ত্রীর এক কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে সারা দেশের ন্যায় শনিবার রাঙামাটি জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রথম দিনে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

 

রাঙামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের ল্ক্ষ্য মাত্রা নিয়ে এই কার্যক্রম ঘুরে দেখেন রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এ সময় রাঙামাটি পৌর কাউন্সিল রাঙামাটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পৌরসভার স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি মারী স্টেডিয়ামে ১২-১৭ বছর বয়সীদের জন্য টিকা প্রদান করা  হয়। 

 

রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে রাঙামাটি পৌরসভার তত্বাবধানে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলে। গণ টিকা র্কাক্রম বৃদ্ধি করে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারী পর্ষন্ত চলবে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

 

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারী পর্ষন্ত রাঙামাটি জেলায় করোনা টিকা প্রথম ডোজ নিয়েছেন ৪৭৬৬০০ জন(৬৭.৬%) দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৭৬৯৯৩(৫৪.৪৫%)। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত