বান্দরবানের ২০ দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Published: 27 Jan 2015   Tuesday   

প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার রহমান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সারাদেশের ন্যায় বান্দরবানেও মঙ্গলবার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।জোহর নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিন গেইটে শহীদ জানাজা নামাজে ইমামতি করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর মৌলানা আবদুচ্ছালাম আযাদ। অন্যান্যের মধ্যে  বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি,সাধারন সম্পাদক আজিজুর রহমান,বান্দরবানের পৌর মেয়র জাবেদ রেজা সহ ২০ দলীয় জোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও তার আতœার শান্তি কামনা করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত