প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে-দীপংকর তালুকদার এমপি

Published: 16 Feb 2022   Wednesday   

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন,শীঘ্রই বরকলে বিদ্যুৎবিহীন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করবে সরকার। বরকল উপজেলায় পূর্বে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেনি। ভারত সীমান্তে ঠেগামুখে স্থলবন্দর কার্যক্রম অব্যহত রয়েছে। স্থলবন্দর কাজ বাস্তবায়ন হলে ঠেগামুখ এলাকা অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র হবে। তখন বরকলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। তিনি পার্বত্য এলাকায় উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।   

 

বুধবার  বরকল উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

বরকল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  আয়োজিত অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা ও বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। এসময় বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি মোঃ সানজিদ আহমেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। 

 

বিশেষ অতিথি বক্তব্যে  বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,কর্মক্ষেত্রে প্রত্যকের সীমাবদ্ধতা রয়েছে।এরই মধ্যে উন্নয়নের ক্ষেত্রে সকলের একযোগে কাজ করতে হবে।  তিনি ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে বরকল উপজেলায় সার্বিক উন্নয়নের লক্ষে দীপংকর তালুকদার এমপির মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 
 
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত