বাংলা নববর্ষ উপলক্ষে মাঝের বস্তীবাসীর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

Published: 15 Apr 2015   Wednesday   

বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার রাঙামাটি শহরের মাঝের বস্তীবাসীর উদ্যোগে  র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদ সদস্য মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু ও রোটারী ক্লাব অব লেইক সিটির সভাপতি মামুনুর রশিদ মামুন।

 

এর আগে রাঙামাটি পৌর চত্বর থেকে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাঝেরবস্তী শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে গ্রাম বাংলার গায়ের বধু, কৃষক, এভারেস্ট, নার্স, পেট্ট্রেল বোমায় আহত রোগী, পর্যটকসহ যেমন খুশী তেমন সাজো ছোট শিশু কিশোররা অংশ নেয়। এছাড়া  পান্তা ভাত  ও  ইলিশ মাছের অপ্যায়নের ব্যবস্থা করা হয়। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী ও চট্টগ্রামের অদৃশ্য এবং ছুটি ব্যন্ডের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত