রাঙামাটির কিল্লামুড়া সুফলভোগীদের মাঝে গবাদি পশু, হাস-মুরগী ঢেউটিন বিতরণ

Published: 10 Feb 2022   Thursday   

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কিল্লামুড়া গ্রামের সুফলভোগীদের মাঝে বৃহস্পতিবার গবাদি পশু, হাস-মুরগী এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।


কালী মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে এসব বিতরণ করেন খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বালুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লালমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, বালুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুপায়ন ত্রিপুরা প্রমূখ।


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আত্ম-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় কিল্লামুড়া পাহাড়ে বসবাসরত ২০টি দরিদ্র পরিবারের মাঝে পরিবার ২০টি গরু, ২০টি ছাগল, ১০০টি হাস মুরগী ও ৪০ বান ঢেউটিন বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত