পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কর্মসূচি ঘোষণা না দিলে মে থেকে কঠোর সংগ্রাম--- সন্তু লারমা

Published: 15 Apr 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে আবারও সময়সূচি ভিত্তিক কর্মসূচি ঘোষনা দাবি জানিয়েছেন। অন্যথায় মে মাস থেকে কঠিন সংগ্রাম শুরু করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

 

তিনি আরও বলেন, গত বছর ২৯ নভেম্বর ঢাকায় আহূত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চুক্তি বাস্তবায়নের সরকারের কাছে ৩০ এপ্রিলের মধ্যে সময়সূচিভিত্তিক কর্মর্সূচি ঘোষনার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু সাড়ে চার মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূূচি ভিত্তিক কর্মসূচির ঘোষনার কোন পদক্ষেপ গ্রহন করেনি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১মে থেকে জনসংহতি সমিতির নেতৃত্বে কঠিন সংগ্রামে যেতে বাধ্য হবে জুম্ম জনগণ। তিনি এ সংগ্রামে যুবসমাজসহ জুম্ম জনগণকে প্রস্তুত থাকার আহবান জানান।

 

বুধবার কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ মন্দিরের দক্ষিণ-পূর্ব মাঠে অনুষ্ঠিত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।


কাপ্তাই সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ক্যওজমং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঘন্টা বাজিয়ে জল উৎসবের উদ্বোধন করেন বোমাং সার্কেল চিফের প্রতিনিধি চহ্লা প্রু চৌধুরী জিমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব হ্লাচি মং চৌধুরী। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্নাসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনব্যাপী সাংগ্রাই জল উৎসবে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সমবেত হন পাহাড়ি-বাঙালিসহ ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সব সম্প্রদায়ের নারী-পুরুষ।


জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন বলেন, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম কখনও শুনিনি। কিন্তু আজকে সরকার আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচয় দিচ্ছে। যা অত্যন্ত অপমানজনক। আমাদের অনেক দুঃখ ও বেদনা আছে। কিন্তু এর মাঝেও জাতীয় কৃষ্টি-সংস্কৃতির উৎসব বা পূজা পার্বন পালনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের পথ এখনও অনেক দূর। তিনি গন্তব্যে যেতে একসঙ্গে একযোগে এগিয়ে যেতে আহ্বান জানান।


চহ্লা প্রু চৌধুরী জিমি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আমরা যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হই তাহলে বৃহত্তর জনগোষ্ঠী কারা ? আমরা আগে পরে কে বা কারা এসেছে সেই বিতর্কে নই- পরিচিতির সংজ্ঞায় আমরা আদিবাসী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত