বান্দরবানে সাংগ্রাইং পোয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে

Published: 15 Apr 2015   Wednesday   

পার্বত্য বান্দরবানে বিজু, সাংগ্রাইং,বৈসুক, বিষু বিহু  উৎসবের তৃতীয় দিনে মঙ্গলবার  উৎসবমূখর পরিবেশেবে উদযাপিত হচ্ছে। মারমা সম্প্রদায় মৈত্রী পানি বর্ষন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

বান্দরবান রাজার মাঠে  আয়োজিত মারমা সম্প্রদায়ের মৈত্রী পানি বর্ষণ,মারমা আদিবাসীদের মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহম্মেদ চৌধুরী,জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য প্রমুখ।

 

সাম্প্রদায়িকতা-প্রতিহিংসা-অন্ধতার কালিমা ধুয়ে মুছে যাক মৈত্রী বারি বর্ষণে” এবারের  সাংগ্রাইং উৎসবেএই শ্লোগান দিয়ে রংবেরঙে পোষাক পরিহিত অবস্থায় মারমা তরুণ-তরুণীরা পরস্পরের মধ্যে মৈত্রী পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। বৃহস্পতিবার  শেষ দিনে  রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে সাংগ্রইং উৎসব।

 

উৎসব উদযাপন কমিটির সভাপতি মংসিংনু মারমা জানান, চার দিনের সাংগ্রাইং উৎসবে বুধবার ছিল তৃতীয় দিন। মৈত্রী পানি বর্ষণ ও মারমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে বিভিন্ন খেলা ধুলা অনুষ্ঠান।বৃহস্পতি বার সন্ধ্যার পর সাংগ্রাইং উৎসব সম্পন্ন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত