কাপ্তাইয়ে অভিনব কৌশলে পাচারকালে চোলাই মদসহ আটক ১

Published: 20 Jan 2022   Thursday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ইঞ্জিনের ভেতরে অভিনব কায়দায় চোলাই মদ পাচারকালে চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে।  মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিকেও আটক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
 
আটককৃত মোঃ শাহাদাত হোসেন (২৫) রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাটএলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী।
 
থানা সূত্রে জানা গেছে, এসআই বিকাশ বড়ুয়ার নেতৃত্বে   এসআই মাহবুব, এএসআই আবু জাফর বেপারী ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাদক উদ্ধারের নিমিত্তে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনার সময় রাইখালী ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় ।
 
পুলিশ জানায়, রাইখালী ফেরিঘাট এলাকায় নিয়মিত গাড়ী তল্লাশী করার সময় আটককৃত সিএনজির পিছনের ইঞ্জিনের পাশের ফাঁকা জায়গায় রাখা ২ টি বস্তা ভর্তি ছোট পলিথিনের পোটলায় ৮০ লিটার চোলাই মদ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ১৬ হাজার  টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
আটক ব্যক্তির বিরূদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং কাল শুক্রবার তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানায়।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত