সোমবার রাঙামাটিতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চেম্বার অব কর্মাসের ভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। র রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এসময় চেম্বারের সিঃ সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, নেছার আহমেদ, মনিরুজ্জামান মহসিন রানা, জাহিদ আক্তার, ইউসুফ হারুন, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় ৪২০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
দীপংকর তালুকদার এমপি বলেন, প্রতি বছরই এই শীতে কষ্টে কাটে এলাকার অসহায় হতদরিদ্র মানুষগুলো। আমাদের সবার সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। তাই সরকারের পাশাপাশি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের দূর্ভোগ কমিয়ে আনার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.