রাঙামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Published: 08 Jan 2022   Saturday   

শনিবার রাঙামাটিতে অটিজম বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মশালার উদ্ধোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সোয়াকের ভারপ্রাপ্ত সচিব মোঃ সারোয়ার হোসেন প্রমূখ। কর্মশালায় কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।

 

উদ্ধোধনী বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, অটিজম শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটিয়ে মূল ¯্রােতধারা সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। অটিস্টিক শিশুদের প্রতি পরিবার ও সমাজের বিশেষ নজর ও যতেœর প্রয়োজন। আমরা সকলে মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হলেই তারা স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত