রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।
জেলে মোঃ রহমত আলী জানান, রোববার বিকালের দিকে কর্ণফূলী নদীর সীতাঘাট এলাকায় তিনিসহ কয়েক জেলে জাল ফেলেন। এসময় জাল টেনে তোলার পর জালে বিরল প্রজাতির এই রাক্ষুসে মাছটি উঠে আসে। তবে অপরিচিত ভয়ানক চেহারার মাছটি চিনতে না পেরে প্রথমে এটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ইউএনও`র দপ্তর হতে মাছটিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।
অপর এক জেলে সুভাষ দাশ জানান, কর্ণফুলী নদীতে বিগত ৩০ বছর ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা করছেন। কিন্তু এধরনের মাছ কখনও তার চোখে পড়েনি। এই প্রথম তিনি এমন মাছের কথা শুনেছেন।
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এটি রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। এই রাক্ষুসে মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাউথ ক্যাটফিস মাছ থাকবে, সেখানে দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলে এরা। এতে দেশি প্রজাতির মাছগুলো খাবার কম পাবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ।
তিনি আরো বলেন, এই মাছ মুখ দিয়ে ময়লা আর্বজনা টেনে নেয়। এরা দুষিত এবং খারাপ পানিতেও টিকে থাকে। এই মাছের কাটা বেশী, মাংস কম, তাই মানুষ এগুলো খায় না। এরা দেশি প্রজাতির মাছ খেয়ে ফেলে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.