সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সভা কক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, রাঙামাটি সরকারী মহিলা কলেজের অধ্য প্রফেসর মোঃ এনামুল হক, রাঙামাটি সরকারী কলেজ সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে, রাঙামাটি প্রেস কাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী বন সংরক ইউ, এস, এফ বন বিভাগ মোঃ আনিছুল হক, পার্বত্য চট্টগ্রাম দণি বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার, আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী সার্কেল অ্যাডজুড্যান্ট আনোয়ার জাহেদ, জেলা শিা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পর্যটন হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক হোসনে আরা বেগম, জেলা উপানুষ্ঠানিক শিা ব্যুরো সহকারী পরিচালক মোঃ জগলুল হায়দার, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মোঃ আলী আহসান ভুঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন, বি এফ আর আই বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খালেদ রহমান নিয়ন, এম আর ডি আই উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ঊষালয় চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ শাহজাহান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, সোনালী ব্যাংক লিঃ এ জি এম সত্য প্রসাদ দেওয়ান, সি এইছটি হেডম্যান নেটওয়ার্ক প্রতিনিধি শান্তিবিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন আইন অফিসার মোঃ আবু বকর, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিনিধি মোহাম্মদ ফারহান, রাঙামাটি গণপূর্ত বিভাগ প্রতিনিধি সুজন পাল, ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, এসআইডি-ইউএনডিপির জয় খীসা, বিসিক প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ, জেলা মার্কেটিং অফিস সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ বেতার নাট্য প্রযোজক সোহেল রানা, ডাক বিভাগ সহকারী পরিচালক মোঃ ইউসুফ মিয়া এবং বি এফ ডি সি মার্কেটিং কর্মকর্তা নাঈম আহমেদ রিয়াদ।
সভাপতির বক্তব্যে রন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনকালে নিজস্ব অবস্থান থেকে দেশের মানুষের সেবার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দেশের অন্যান্য জেলা থেকে তিন পার্বত্য জেলার কৃষ্টি, সংস্কৃতি, স্থানীয় আইন এবং ভাষার মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় এসকল বিষয় লক্ষ্য রেখে এলাকার উন্নয়নে সকল দপ্তরকে কাজ করে যাওয়ার অনুরোধ জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.