বিলাইছড়িতে এক টাকায় ভাসমান বাজার

Published: 13 Dec 2021   Monday   

সোমবার রাঙামাটির  বিলাইছড়িতে নিম্ন আয়ের মানুষের জন্য  ১ টাকায় ভাসমান  বাজারের আয়োজন করা হয়। 
 
রাঙামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন  বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে  এবং  বিলাইছড়ি সেনাজোন ( ৬ বীর) এর পরিচালনায়  উপজেলা স্টেডিয়ামে  ভাসমান এই ১ টাকায় ভাসমান বাজার দেয়া হয়। 
 
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ভাসমান বাজার  উদ্ধোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রাজু আহমেদ। আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ও উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি  চথোয়াই মার্মা প্রমূখ। মোট ২০০ পরিবার সুবিধা বঞ্চিত  ও পিছিয়ে পড়া  হত দরিদ্রদের মাঝে এ সুবিধা দেওয়া হয়েছে। 
 
নিত্য পণ্যের মধ্যে ছিলো  আতা, চাল, তৈল ও ডাল। এছাড়াও শাড়ি, লুঙ্গি, থামি, চপলসহ ১১ প্রকার জিনিস  মাত্র ১ টাকা দিয়ে বিলাইছড়ি এলাকার বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া সাধারণ মানুষ ইচ্ছে মত বেছে কিনে নিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅর. 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত