বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

Published: 13 Dec 2021   Monday   

বান্দরবান সদর উপজলোয় সন্তু লারমা দলের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পুশৈথোয়াই মারমা(৪৭) নামের এক নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা  করেছে। সোমবার সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়করে আমতলি পাড়ার একটি বাগান  থেকে তার মরদহে উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  পক্ষ থেকে মগ পার্টিকে দায়ী করেছে। নিহত পুশৈথোয়াই মারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সদস্য এবং বান্দরবান সদর থানা কমিটির সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদেও জেলা শাখার সাবেক সভাপতি। তিনি কুহালং ইউনয়িনরে ১ নম্বর ওয়ার্ডেও চিমিডুল পাড়ার বাসিন্দা অংসাচিং মারমার ছেলে।

 

জানা যায়, গেল রোববার রাত ৮টার দেিক ১২ থেেক ১৫ জন যুবক দুটি মাহিন্দ্র করে  চিমিডুল পাড়ায় আসে। তারা সেখানে একটি ঘর  থেকে পুশৈথোয়াইকে তুলে নিয়ে পাড়া থেকে দুই কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে কিছু দূরে একটি সেগুন বাগান এলাকায় তিন রাউন্ড গুলি করে। সকালে আমতলি পাড়া এলাকায় মূল সড়করে পাশে একটি বাগান থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুশৈথোয়াইয়ের মরদেহ পুলিশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বান্দরবান সদর থানা ওসি রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটন্থালে গিয়ে পুশৈথোয়াইর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য মগ পার্টিকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে ঘটনার সাথে জড়িত মগ পার্টির সদস্যদের গ্রেফতার এবং উক্ত সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবী জানানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে মগ পার্টির কারোরে সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত