কাপ্তাইয়ে অবৈধভাবে দর্জি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

Published: 12 Apr 2015   Sunday   

জেলা বাজার ফান্ড কর্তৃক ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য নির্মিত শেড থেকে এক দর্জি ব্যবসায়ীর দোকানে জোর পূর্বক তালা মেরে ওই ব্যবসায়ীকে দোকান থেকে বের করে দিয়েছে একটি চক্র। ভ্রাম্যমান এসব শেড ভাড়া দেওয়ার কোন বিধান নেই। তারপরও ওই ব্যবসায়ীর কাছ থেকে সালামী ও নিয়মিত মাসিক ভাড়া আদায় করার পরও ওই চক্রটি দোকানে তালা মেরে তাকে উচ্ছেদ পাঁয়তারা করছে। ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল রাঙ্গামটি বাজার ফান্ড প্রশাসনের আওতাধীন কাপ্তাই নতুন বাজারের ১৬১নং শেডে।

 

ভুক্তভোগি মো: আমির হোসেন জানান, গত ১০/১২ বছর যাবত নিয়মিত দেড় হাজার টাকা ভাড়া দিয়ে ভ্রাম্যমান উক্ত শেডটিতে সে দর্জি ব্যবসা চালিয়ে আসছে। এ থেকে অর্জিত অর্থ দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করছে আমির হোসেন। ইতোমধ্যে  তার  ২০১৪ সালের ৯সেপ্টেম্বরের আবেদনের প্রেক্ষিতে ৩১ মার্চ  উক্ত ১৬১নং শেডের মধ্যে জায়গাটি বার্ষিক ২৪০০ টাকা খাজনা পরিশোধ পূর্বক জেলা বাজার ফান্ড প্রশাসন কর্তৃক তাকে ব্যবসা করার অনুমতিপত্র প্রদান করা হয়(যার স্মারক নং-মিসঃ ২৪/১৪-১৫/২৩৫ (৪) বিপি)।

 

অভিযোগ রয়েছে, নিয়ম বহির্ভূতভাবে ঘটনার দিন গভীর রাতে মো: আবুল  হোসেন বাবুল-এর নেতৃত্বে কতিপয় চক্র নিয়ম বহিভূতভাবে আমির হোসেনের দোকানে তালা মেরে তাকে বের করে দেয়। দোকানে তালা মারার কারণে আমির হোসেনের উপর্জনও বন্ধ হয়ে গেছে।  বর্তমানে সে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় তিনি কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল  করেছেন। অভিযুক্ত মোঃ আবুল হোসেন বাবুলের সাথে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।  তবে রাঙামাটি জেলা বাজার ফান্ড প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ গত ১২ এপ্রিল কাপ্তাই থানার ওসি বরাবরে আমির হোসেনের অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করেন।

 

নতুন বাজার বণিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাবিলদার কবির জানান, দোকানে তালা মারা বৈধ হয়নি। বণিক কল্যান সমিতির সভাপতি সামশুল ইসলাম আজমির বলেন, বিষয়টি নিয়ে রোববার বৈঠক হওয়ার কথা। সমাধানের চেষ্টা করা হবে।

 

এ ব্যাপারে কাপ্তাই থানার এএসআই ফারুক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত