বন্দুকভাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Published: 26 Nov 2021   Friday   

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরা পাড়া এলাকায় সেনাবহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে এই অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

 

জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরা পাড়া নামক এলাকায় ভোর ৪টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিয়ানে সন্ত্রাসীদেও আস্তানা থেকে একটি একে ৪৭ (চায়না) রাইফেল ম্যাগজিন সহ, ১৮ রাউন্ড এ্যামুনিশন, একটি ৭.৬৫ মিঃ মিঃ অটোমেটিক পিস্তল চায়না ম্যাগজিন সহ (২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (২ রাউন্ড কার্তুজসহ) একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউনিফর্ম, একটি কালো ব্যাগ একটি রাইজিং ষ্টার মাইক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন) সীম দ্বারা পরিচালিত, দুটি মোবাইল ফোন, তিনটি চাঁদার রশিদ ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

 

নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                          

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত