আনন্দে মেতে উঠেছে বান্দরবানের পাহাড়

Published: 12 Apr 2015   Sunday   

আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু-এর আনন্দে  ভাসছে পার্বত্য বান্দরবান। এ উৎসবের প্রথম দিনে নদীতে ফুল ভাসানো ছাড়াও বিভিন্ন খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠেছিল আদিবাসীরা।

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান ঘিলা খেলা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখকে তঞ্চঙ্গ্যারা বিষু হিসেবে সম্বোধন করে থাকে। এই বিষুকে ঘিরে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে থাকে নানা আয়োজন। বিষুকে উপভোগ করতে এবার বিশাল আকারে আয়োজন করা হয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি জেলা থেকে তঞ্চঙ্গ্যা যুবক-যুবতিরা এই খেলায় অংশ নিয়েছে। টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করেছে। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ছাড়াও অন্যান্য আদিবাসীদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করা রয়েছে। এছাড়া রয়েছে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি। ম্রোদের গো হত্যা নৃত্যসহ পিঠা তৈরির আয়োজন। 

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা শুরু আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পিরা নিজস্ব রঙে সেজে তাদের গান পরিবেশন করে। নৃতে¦র তালে তালে আগত দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তঞ্চঙ্গ্যা ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ফিলিপ ত্রিপুরা, সিং ইয়ং ¤্রাে প্রমুখ।

  

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্টের সদস্য সচিব মুক্তাধন তঞ্চঙ্গ্যা এই ঘিলা খেলা সম্পর্কে বলেন, পাহাড়ে লতা জাতীয় এক ধরণের ফল বা বীজ জম্মায়। এই বীজকে তঞ্চঙ্গ্যা ভাষায় ঘিলা বলে। তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী খেলা হলো ঘিলা খেলা। এই ঘিলা খেলাকে নিয়ে আনন্দ উপভোগ করে। বিভিন্ন জায়গা থেকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা অংশ নেয়।

 

ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশ নেওয়া রোয়াংছড়ি উপজেলার সুনয়না তঞ্চঙ্গ্যা বলেন, এই দিন (বিষু) আসলে আমরা উন্মুখ হয়ে থাকি। ঘিলা খেলাকে ঘিরে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত