রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সুজন বড়–য়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।
আয়োজিত আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জমির উদ্দিন, সদস্য মিন্টু মারমা, রাঙামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি বিপুল কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক নুর মো: কাজল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শাসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।
যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করার আহŸান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না। ‘যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে আদর্শ ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের রাজনীতি যাতে দেশের মানুষের কল্যাণের জন্য হয়, কারণ সেটিই সঠিক রাজনীতি।
বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার ল্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। সভায় প্রধান অতিথি আগামী ইউপি নির্বাচনে ও আসন্ন সকল নির্বাচনে যুবলীগ বিগত দিনের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত¡ আহŸান সহ যুবলীগের ৪৯তম জন্মদিনে সফলতা কামনা করেন জানান।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর