ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দানোৎসব। অনুষ্ঠানে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এবং মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিহার প্রাঙ্গনে আয়োজিত দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য ছিল বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, হাজার বাতি দান, কল্পতরু প্রদণি ও উৎসর্গসহ নানাবিধ দান। প্রধান ধর্ম দেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথেরো। আরো ধর্মদেশনা দেন, বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুন্নানন্দ থেরো, পূর্ণাচন্দ্র বিহারের অধ্যক্ষ অনুরুদ্ধ থের, সার্বজনীন কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুগণ। এই দানোৎসবকে ঘিরে উপজেলার দূর-দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.