রাঙামাটির রাজবন বিহারে আগামী ১২ নভেম্বর ৪৮তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার মোঃ দিদারুল আলম, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের সুপতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, কোতয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন, এনএসআই এর সহকারি প্রকৌশলী মোঃ রেজওয়নুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মোঃ এরশাদ আলী, জনস্বাস্থ্য বিভাগ এর সহকারী প্রকৌশলী সজল চক্রবর্তী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং জেলা রোভার স্কাউট এর মোঃ নুরুল আবছার উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১২ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছরও গতবছরের মত বেইন বুনন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.