পার্বত্যাঞ্চলে প্রতিটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করছে-দীপংকর তালুকদার এমপি

Published: 04 Nov 2021   Thursday   

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংশোদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্যের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নবান্ধব, এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নাক কান খোলা রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত থাকার আহবান জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটির জুড়াছড়ি উপজেলায়  কৃষকলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

জুরাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত সন্মেলনে প্রধান অথিতি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংশোদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। কৃষকলীগের জুরাছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি কেতন চাকমাা সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আক্তার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জুড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, ,সাধারণ সম্পাদক  জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন জুড়াছড়ি উপজেলা কৃষকলীগের  সাধারণ সম্পাদক জ্ঞান মিত্র চাকমা।

 

এর আগে দীপংকর তালুকদার এমপি এলজিইডি’র অর্থায়নে ও বাস্তবায়নে জুড়াছড়ি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও জুড়াছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।  এছাড়াও তিনি উপজেলায় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার, ঢেউ টিন, ক্রীড়া সামগ্রী, সেলাই মিশিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত