রাঙামাটিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অর্থ সাহায্য বিতরণ

Published: 02 Nov 2021   Tuesday   

মঙ্গলবার রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর উদ্যোগে ইকো-সেক প্রকল্পের অর্থায়নে রাঙামাটি সদর উপজেলাধীন  গবঘোনা ও কাউখালী উপজেলাধীন মিটিংগাছড়ি পাড়ার সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য আব্দুর রহিম, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা প্রমুখ।

 

এ  অনুষ্ঠনে প্রকল্পের মাধ্যমে ৭৫ পরিবারের মধ্যে পরিবার পিছু  ত্রিশ  হাজার টাকা করে এককালীন  অর্থ প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, পরিবার ও সমাজের সচ্ছলতা আনার জন্যে আয়বর্ধনমূলক প্রকল্প হাতে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। চাকরীর আশা না করে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে প্রাপ্ত অর্থ কাজে লাগাতে হবে। তিনি বলেন, এসমস্ত ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নে কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন হলে জেলা পরিষদ সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত