জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

Published: 31 Oct 2021   Sunday   

 বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুকি মূল্যায়ন করে অভিযোজন বাবদ তহবিলের অগ্রাধিকার আদায়ের দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন করেছে  ট্রান্সফারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক)।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমবেশে সভাপতিত্ব করেন সনাকের সদস্য মোহাম্মদ আলী। বক্তব্যে দেন সনাক সদস্য সুস্মিতা চাকমা, সচেতন নাগরিক কমিটি রাঙামাটির  সাবেক সভাপতি অমেলেন্দু হাওলাদার, সনাক সদস্য মুজিবুল হক বুলবুল প্রমুখ।

 

এতে বক্ত্যরা বলেন, গত ছয় বছর আগে ১৯৬টি দেশ প্যারিসে জলবায়ু সম্মেলনে চুক্তিতে সম্মত হলেও চুক্তি বাস্তবায়নে পথরেখা চূড়ান্ত করতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কার্বন নিঃসরণতকারী জীবাশ্ম  জ্বালানি। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। এর কারনে বাংলাদেশসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু তহবিলে প্রতিশ্রুতি অর্থ বাংলাদেশসহ অনেক দেশে এখনো পায়নি। এই অর্থ আদায়ে সরকারকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত