সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অবস্থান কর্মসূচি পালন

Published: 23 Oct 2021   Saturday   

সারা দেশে হিন্দু সম্প্রদায়েরর মন্দির ও বাড়ীঘরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও বাংলাদেশ থেকে উগ্র মৌলবাদ বন্ধের দাবীতে শুক্রবার রাঙামাটিতে গণ অবস্থান কর্মসূচি  পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণ  অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি শাখার সভাপতি দীপন ঘোষ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ সভাপতি কুশৌল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ইন্দ্র দত্ত তালুকদার অরূপ মুৎসুদ্দি প্রমুখ। 

 

গণ অবস্থান কর্ম সূচি শেষে শহরে একটি বিক্ষোভ-মিছিল  বের করা হয়। বিক্ষোভ-মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারি ষ্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।  এতে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

সমাবেশে এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক হামলায় জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি বক্তারা সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত