সারা দেশে প্রতিমা ,মন্দির বাড়ীঘর ভাংচুর ও ধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Published: 23 Oct 2021   Saturday   

সারাদেশ হিন্দুদের দূর্গা প্রতিমা, মুন্দির, হিন্দুদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ধর্ষনের  প্রতিবাদে খাগড়াছড়িতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাশে করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার(২৩ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্তরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন  যাদের মন্দির ও বাড়ীঘর ভেঙ্গে দেয়া হয়েছে অভিলম্বে তাদের মন্দির ও বাড়ীঘর তৈরি করে দিয়ে, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবী করেন। যাতে আর কোন দিন কেউ সংখ্যা লঘুদের উপর আক্রমন করা সাহজ না পায়।  

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহŸায়ক সজল বরন সেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু জাগো পরিষদের আহŸায়ক তুষার ধর, সনাতন সমাজ কল্যান পরিষদের সদর উপজেলার শাখার সভাপতি সুজিত দাশ, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব তাপস ত্রিপুরা ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মণিন্দ্র লাল ত্রিপ্ররা প্রমুখ।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত