রাঙামাটির দশ ইউপিতে ৩৫ চেয়ারম্যান প্রতিদ্বন্ধি প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

Published: 21 Oct 2021   Thursday   

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তিনটি উপজেলার দশ ইউপিতে ৩৫ জন চেয়ারম্যান প্রতিদ্বন্ধি প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র বৃহস্পতিবার যাছাই বাছাইয়ের শেষ দিনে সবাইয়ের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।

 

জানা গেছে, বরকল উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। তার মধ্যে বরকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দ বিকাশ চাকমা ও আওয়ামীলীগ প্রার্থী প্রভাত কুমার চাকমা। আইমাছড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনিক কুমার চাকমা,সুবিমল চাকমা, বর্তমান চেয়ারম্যান অমর কুমার চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ইউসূফ আলী, আওয়ামীলীগ প্রার্থী নাসির উদ্দীন মহারাজ, ছোট হরিণা ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী হিসেবে বিনয় কৃঞ্চ চাকমা, নতুন মনি চাকমা, বর্তমান চেয়ারম্যান নীলা ময় চাকমা, জনলাল চাকমা, সঞ্চয় মনি চাকমা ও শুভলং ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, আওয়ামীলীগ প্রার্থী পবিত্র চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম।

 

বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ভদ্রসেন চাকমা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ভূবন জয় তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনীল কান্তি দেওয়ান ও অনিক তংচংগ্যা, ফারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বিদ্যালাল তংচংগ্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাথোয়াই মারমা, নির্মল তংচংগ্যা, জীবন তংচংগ্যা ও কেংড়াছড়ি ইউনিয়নে আওয়ালীগ প্রার্থী রামাচরণ মারমা(রাসেল মারমা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে দীপু চাকমা, সমতোষ চাকমা ও বর্তমান চেয়ারম্যান অমরদ্বীপ চাকমা।


অপরদিকে, কাপ্তাই উপজেলায় চারটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও  গেল ১৬ অক্টোবর চিৎমরম ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রাথী নেথোয়াই মারমার দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার কারণে  আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিয়নে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন কাপ্তাই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহি উদ্দীন পাটোয়ারী বাদল। রাইখালি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সুইচো প্রু চৌধুরী রুবেল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক, মংথোয়াই মারমা, মং ক্যজাই প্রু মরামা ও ওয়াগ্গা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, স্বতন্ত্র প্রাথী হিসেবে আপাই মারমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত