রাঙামাটির কাপ্তাই উপজেলার আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে(পিসিজেএসএস) জড়িত বলে দায়ী করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার হত্যার ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংশু সাইন চৌধুরী বিবৃতি দিয়েছেন। যা বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত হয়েছে। উক্ত ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করে আওয়ামীলীগের দেয়া উক্ত বিবৃতি সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। জনসংহতি সমিতি এধরনের কোন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। বস্তুত পার্বত্য চট্টগ্রামে কোন ঘটনা ঘটলেই জনসংহতি সমিতিকে দায়ী করা ক্ষমতাসীন আওয়ামীলীগ, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর আজ অভ্যাসে পরিণত হয়েছে।
বিবৃতিতে নিহত নেথোয়াই মারমার হত্যাকান্ডের ঘটনা যথাযথ তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গেল শনিবার রাত ১২টার দিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা(৫৬)কে আগাপাড়া এলাকায় তার বাড়ীতে ঢুকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। তিনি আওয়ামীলীগের চিৎমরম ইউনিয়ন সভাপতি ছিলেন।
-- প্রেস বিজ্ঞপ্তি।