দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাঙামাটি সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ব্যানারে আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসান মঞ্জু, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ রাঙামাটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া, নজরুল সংগীত শিল্পি পরিষদের সাধারণ সম্পাদক রিপন ঘোষ, গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তানিয়া আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, রামু বৌদ্ধ মন্দির থেকে শুরু করে দেশের যেসব স্থানে সাম্প্রদায়িক সংঘাত হয়েছে সবই একই সূত্রে গাঁধা। আর একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে এসব সংঘাত ঘটাচ্ছে। তাই এইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.