খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রী যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষাথীদের মানববন্ধন

Published: 28 Sep 2021   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে  বিক্ষোভ সমাবেশ  ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন।

 

মঙ্গলবার সকালে  সিঙিনালা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয়  কিশোরী ক্লাব, স্বপ্নের পাঠশালা  সিঙিনালা শাপলা সংঘ অংশ গ্রহন করেছে।

বিক্ষোভ সমাবেশে ও মাববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে, দীর্ঘদিন ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছেন। এর আগেও এ শিক্ষকের এ ধরণের কার্যকলাপের রেকর্ড ছিলো।  কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা সাহস করে এতদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ যে শিক্ষার্থীরা  প্রতিবাদ করবে তার পরীক্ষায় পাশ করার একটা চিন্তা থাকে, যদি শিক্ষক ফেল করে দেয়। ফেল করার ভয়ে কোন ছাত্রী আজ পর্যন্ত মুখ খোলেনি। সর্বশেষ গত শনিবার এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী এসাইনমেন্ট সংশোধন করতে গেলে তাকে শিক্ষক জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ছাত্রী অবস্থা বেগতিক দেখে পালিয়ে এসে ঘটনাটি মা-বাবাকে জানায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী খেই খেইচিং মারমা, দশম শ্রেনির ছাত্র উথৈইমং মারমা, প্রাক্তন ছাত্রী ও মারমা স্টুডেন্ট কাউন্সিল আঞ্চলিক শাখার সদস্য উমেচিং মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার নিং নিং মারমা ও নিঅংগ্য মারমা প্রমূখ।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত