খাগড়াছড়িতে বিশ্ব নদী দিবস উপলক্ষে চেঙ্গী নদীসহ দেশের সকল নদী রক্ষা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গীনদীর তীরবর্তী কয়েকটি জায়গায় পর্যবেক্ষনের পর গ্রীণ ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন), পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত নদীতে বর্জ্য ফেলার কারণে নদী দূষণ এবং নদীখেকোদের দ্বারা দখলের স্বীকার হচ্ছে। ফলে চেঙ্গী নদী দিনে দিনে সংকোচিত হচ্ছে। চেঙ্গী নদীসহ সকল নদী রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপসহ হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানান তারা।
"অবিলম্বে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং খাগড়াছড়ির চেঙ্গী নদীসহ দেশের সকল নদী রক্ষা করার দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি চারু বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক নিশি ত্রিপুরা। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অংমাপ্রু মারমা, পূজাশ্রী ত্রিপুরা, মংঞো মারমা ও উম্রাচিং মারমা।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই