খাগড়াছড়িতে ৩৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ প্রদান

Published: 26 Sep 2021   Sunday   

খাগড়াছড়িতে সেতু-এমএলই প্রকল্পের ২য় শ্রেণির জন্য শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বোরবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি জাবারাং কল্যান সমিতি রির্সোস সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিনোদন ত্রিপুরার সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু  বলেন বাংলাভাষা আজ আন্তজার্তিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা ২১ শে ফ্রেবুয়ারীকে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তারই আলোকে দেশে যেন সকল ভাষা বেঁচে থাকে,কোন ভাষা যাতে হারিয়ে না যায়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের পাঁচটি ভাষায় প্রাথমিক শিক্ষা চালু করেছেন। সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও  প্রাথমিক বিদ্যালয়গুলোতে  চাকমা,মারমা ও ককবরক(ত্রিপুরা) ভাষা চালু হয় ২০১৭ সাল থেকে। তবে এই ভাষা ২০১৭ সাল  সাল থেকে চালু হলেও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবে কিছুটা থেমে থাকলে ও বিভিন্ন সময় সরকারী ও বেসরকারীভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে । মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর অর্থায়নে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির পরিচালনায় ৫ দিন ব্যাপী খাগড়াছড়ি সদর,মহালছড়ি ও পানছড়ির ৩৫ টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ দেয়া হয় । এই উদ্যোগের জন্য প্রধান অতিথি জাবারাং কল্যান সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সরকারী ভাবে যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজনিজ মাতৃভাষায় প্রশিক্ষণ পান তিনি সে ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জর মোর্শেদ, চাকমা ভাষার প্রশিক্ষক প্রসন্ন কুমার চাকমা, ককবরক ভাষার প্রশিক্ষক জগদীশ রোয়াজা, মারমা ভাষার প্রশিক্ষক ক্যহ্লচাই চৌধুরীসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেথ্য যে বিগত মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) থেকে রোবার(আজ) পর্যন্ত খাগড়াছড়ি সদর,মহালছড়ি ও পানছড়ির ৩৫ টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ দেয় জাবারাং কল্যান সমিতি।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত