খাগড়াছড়ি মাটিরাঙায় বাসদ নেতা কমরেড টুটুলের মরদেহ উদ্ধার

Published: 12 Sep 2021   Sunday   

খাগড়াছড়ির পরিচিতমুখ বাসদ এর কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)-এর মরদেহ পাওয়া গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে তাঁর পরিচিতজনরা মরদেহ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
পলাশ চৌধুরী নামের একজন ব্যবসায়ী ও সমাজকর্মী, যিনি কমরেড টুটুলেরও ঘনিষ্ট; তিনি জানান, গতকাল দিনের বেলায় তিনি তাঁর আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সাথে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজ মোটর সাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তাঁর সহকর্মীরা চারিদিকে খোঁজ করতে থাকেন।
আজ( রোববার) সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটর সাইকেল তাঁর মরদেহ পাওয়া যায়।
 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা, তাঁর মরদেহ উদ্ধার করেছে।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবি এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। টুনি আহমেদ তাঁর একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সাথে সর্ম্পকহীন ছিলেন। 
 
 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। তারপরও পুলিশ তদন্ত করে  দেখছে অন্যকোন কারন আছে কিনা। তার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
 
---হিলবিডি২৪/সম্পদনা/সি,আর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত