খাগড়াছড়িতে দুস্থ ও মানসিক ভারসাম্যহীনদের মানবিক সহায়তা

Published: 03 Sep 2021   Friday   

খাগড়াছড়িতে দুস্থ ও মানসিক ভারসাম্যহীনদের মানবিক সহায়তা ও উন্নত চিকিৎসার লক্ষ্যে সেবা প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও খাগড়াছড়ি পৌরসভার ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পৌরসভার মেয়র  নির্মলেন্দু চৌধুরী। বক্তব্য রাখেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাহিদ হাসান, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক।

 

এছাড়া সমাজ সেবা অফিসার কৃতিবিজয় চাকমা, প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ ও কমিশনার মানিক পাটোয়ারি উপস্থিত ছিলেন ।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৫জন ভারসাম্যহীনকে পরিস্কার পরিচ্ছন্ন করে দুপুরে খাবার দেওয়া হয়। এদের উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত