জাতীয় শোক দিবস উপলক্ষে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)’র উদ্যোগে এতিম খানায় দোয়া মাহফিল এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা শহরের ‘আল- আমিন বারিয়া’ এতিম খানায় সংক্ষিপ্ত স্মরণ সভায় জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সা: সম্পাদক এড. আশুতোষ চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম’র সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ^জিত রায়দাশ, সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আকতার হোসেন এবং জেলা আওয়ামীলীগ নেতা আবছার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
পরে এতিমখানার পরিচালক মাওলানা মো: নুরুল হুদা’র পরিচালনায় দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল ১১টায় টাউন হলের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য। এ সময় ১৫ আগস্ট’র সকল শহিদদের স্মরণে নীরবতা পালন করেন।
এদিকে সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মুজিব শত বর্ষ উপলক্ষে ২০ জন গরীব ,বিধবা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে পড়–য়া ৫শ শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই