জাতীয় শোক দিবসে রাবিপ্রবির পুস্পস্তবক প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন

Published: 15 Aug 2021   Sunday   

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পক্ষ থেকে রাঙামাটিতে ভেদভেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবি অস্থায়ী প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভেদভেদীতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে রাবিপ্রবি স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু ম্যুরাল” এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ঝগড়াবিলস্থ দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত