 
     
      
    স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকালে রাঙামাটিতে ভেদভেদীতে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মকর্তারা। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ দিবসটি উপলক্ষে অনলাইনে রচনা, চিত্রাঙ্গন এবং হাম ও নাত প্রতিযোগিতাসহ গুল ফর্মে কুইজের আয়োজন করে। এছাড়া শহীদের আত্নার মাগফেরাত কামনা কওে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ বলেন, বাঙালী জাতির ইতিহাসে এক কলংকমং এবং সর্বোচ্চ বেদনামহ এই ১৫ আগষ্ট। আজকের এই দিনে তিনি ও তার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং তার প্রতিষ্ঠানে সকলেই গভীর শ্রদ্ধার সাথে স্মরন করি এবং ১৫ আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্নার মাগফিরাত কামনা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.