শনিবার ভোরে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লংগদু উপজেলার দুর্গম ছোট কাট্টতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি একে ২২ রাইফেল, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সুরেন চাকমা (৪৬), অন্নসিং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। আটককৃতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিপিএফ) এর কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি সদর জোনের সেনা সদস্যরা শনিবার ভোর রাতে লংগদু উপজেলার দূর্গম ছোট কাট্টলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, ৪টি মোবাইল সেট, একটি সোলার চার্জার, ১টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, চাঁদার রশিদ বই, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা উদ্ধার করে। শনিবার সকালে রাঙামাটি সদর জোনের আটককৃতদের ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছে। আটককৃতদের লংগদু থানা পুলিশের কাছে সোদর্প করা হবে।
রাাঙামাটি সদর জোনের সূত্রে জানা গেছে,আটককৃতরা দীর্ঘ দিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা প্রসীত বিকাশ খীসা দলের সমর্থিত ইউপিডিএফ এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। এটি পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, চার জনকে আটক করা হয়েছে বলে শুনেছি। আটকৃতদের থানায় সোর্পদ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.