বিশিষ্ট শিক্ষাবিদ ড.মানিক লাল দেওয়ান আর নেই

Published: 29 Jul 2021   Thursday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ান বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারী হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বৎসর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের আগে তিনি করোনায় আক্রান্ত হলে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন। পরে তিনি রাঙামাটির নিজ বাসা তবলছড়িস্থ ট্রাইবেলস অফিসার্স কলোনীতে ফিরে আসেন। গেল বুধবার রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিকে না ফেয়ার দেশে চলে যান। বিশিষ্ট শিক্ষাবিদ ড.মানিক লাল দেওয়ান রাঙামাটি পার্বত জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্ষন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। তিনি রাশিয়া থেকে  সুনামের সাথে ডক্টরেট ডিগ্রীধারী অর্জনেন করেন এবং  পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রীধারী ছিলেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালন করে গেছেন। 

 

প্রয়াত ড. মানিক লাল দেওয়ান ১৯৩২ সালের ৫ জানুয়ারী রাঙামাটির সাপছড়ি এলাকায় জন্ম গ্রহন করেন। 


এদিকে তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ  করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত