করোনায় খাদ্য সংকটে থাকা রাঙামাটি রাজ বন বিহারের বানরদের খাবার দিলেন ডিসি

Published: 28 Jul 2021   Wednesday   

করোনার কারণে খাদ্য সংকটে থাকা দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের বৃহৎ বড় ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজ বন বিহারের এলাকার বনাঞ্চলের আশ্রয় নেওয়া হাজারের অধিক বানরদের মাঝে খাবার দিয়েছেন জেলা প্রশাসক।

 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান রাঙামাটি রাজ বন বিহারের মাঠ প্রাঙ্গণে বানরদের মাঝে খাবার বিলিয়ে দেন। খাবার গুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া আর মোটর ডাল। এতে বনাঞ্চলের থাকা হাজারেরও অধিক বানর খাবার খেতে ছুটে যায়। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, বিহার পরিচালনা কমিটির সদস্য ও ৬ নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ অন্যান্য প্রমূখ উপস্থিত ছিলেন। খাবার গুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া আর মোটর ডাল। এতে বিহারের আশপাশের বনাঞ্চলের থাকা হাজারেরও অধিক বানর খাবার খেতে ছুটে যায়।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, রাজবন বিহারে অবস্থানরত বানরগুলোর খাদ্য সংকট দেখা দেওয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তবে বিহার পরিচালনা কমিটি যদি খাদ্য সামগ্রী প্রয়োজন মনে করে তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

 

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাঙামাটি শহরের পাশের চাকমা রাজ সার্কেল থেকে দানকৃত প্রায় ৩৩ একরের বিশাল প্রাকৃতিক বন এলাকা নিয়ে গড়ে তোলা হয় রাঙামাটি রাজবন বিহার। যা দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের বৃহত্তম বৌদ্ধ মন্দির হিসেবে স্থান পায়। বিহারের এই বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখিসহ অসংখ্য বানর আশ্রয় নেয়। পরে বানরের সংখ্যাও বৃদ্ধি পায়। আশ্রয় নেওয়া এই বানরগুলো পূর্নার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের জন্য নিয়ে যাওয়া খাবারের উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে। কিন্তু চলমান করোনা মহাামারী ও কঠোর লকডাউনের কারণে রাজ বন বিহারে পূনার্থীদের সংখ্যা কমে যাওয়ায় খাবারের সংকটে পড়েছে বিহারের আশপাশের জঙ্গলে আশ্রয় নেওয়া বানরগুলোর। এতে করে বানরের উপদ্রব বেড়েছে ও রাস্তায় বের হয়ে লোকজনের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত