খাগড়াছড়িতে বাড়ির আঙিনায় অবৈধ গাঁজার চাষ, ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারী

Published: 17 Jul 2021   Saturday   

খাগড়াছড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ ও উৎপাদনের দায়ে ৫ জনের বিরদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

শনিবার সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন, বিঢুসি চাকমা, রেন্টিনা চাকমা, অমলেন্দু চাকমা, চন্দ্রনাথ চাকমা, অরুন চাকমা। এই মামলায় দুই নারী আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।  
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ। বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, জেলার সদর উপজেলার ফুটবিল এলাকায় একটি বাড়ির আঙিনায় অবৈধ মাদক গাঁজার চাষাবাদ ও উৎপাদন করে আসছিলো। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ হাজারেরও বেশি গাঁজার চারা উদ্ধার করে বীজ ধ্বংস করে। এ সময় এর সাথে জড়িত থাকার দায়ে দুই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশের এস আই উইলিয়াম চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলায় দায়ের করলে দুই নারীকে গ্রেফতার দেখিয়ে দুপুরে চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।

 

এর আগে গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো গোপন সংবাদের ভিত্তিতে ফুট বিল এলাকার অমলেন্দু চাকমার বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজার চাষাবাদ ও উৎপাদনের সত্যতা পান। পরে চারা বীজ তলা ধংস করা হয়।

 

অভিযানকালে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে পাঁচ হাজারেরও বেশি গাঁজার চারা পেয়েছেন বলে জানিয়েছে বাসুদেব কুমার মালো।

হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত