খাগড়াছড়িতে করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু

Published: 09 Jul 2021   Friday   

খাগড়াছড়িতে করোনা ইউনিটে অল্প সময়ের ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন সকালে মারা গেলেও দুপুর থেকে পাঁচ মিনিট পর পর আরো তিনজনের মৃত্যু হয়।  তাদের একজন করোনা আক্রান্ত অপর তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।  তাঁরা সকলে বয়োবৃদ্ধ ছিলেন।  এটি এখন পর্যন্ত খাগড়াছড়ি  করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন উপসর্গ নিয়ে ফিরোজা বেগম খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর নমুনা পরিক্ষা করা হলে করোনা সনাক্ত হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

 

এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে রাজীয়া খাতুন মারা যান। এর পর পর দুপুর ৩টা ৪০ মিনিটে আব্দুল মান্নান এবং ৩টা ৪৫ মিনিটে আনায় মারমা মারা যান। তারা সকলে বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০ টার পর থেকে হাসপাতালে ভর্তি হন।

 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা বলেন, যে ৪ জন মারা গেছেন তারা সকলে বয়োবৃদ্ধ ছিলেন। তারা আগে থেকে শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন।  এরমধ্যে ১ জন করোনায় আক্রান্ত থাকলেও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা আব্দুল মান্নান(৭০), মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মকবুল আহম্মদের স্ত্রী রাজীয়া খাতুন(৭০), পানখাইয়া পাড়া এলাকার আকিও মারমার স্ত্রী আনায় মারমা (৬৮) এবং দীঘিনালার জামতলী এলাকার মোঃ হাবিবুল্লার স্ত্রী ফিরোজা বেগম(৫৫)। এরমধ্যে ফিরোজা বেগম করোনায় আক্রান্ত ।

 

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযোগ্য স্বাস্থ্যবিধি মেনে তাদের দাহ/দাফন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত