খাগড়াছড়ির পানছড়িতে স্ত্রী রুনালী ত্রিপুরাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে স্বামী দহ কুমার ত্রিপুরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানায় পরিবার। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জুলাই) সকালে পানছড়ির লোগাং ইউনিয়নের নীলাধন কার্বারী পাড়ায় এই ঘটনা ঘটে। দহ কুমার ত্রিপুরা ওই এলাকার রেবতি ত্রিপুরার ছেলে।
নিহত রুনালীর বড় ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, দীর্ঘদিন ধর বাবা মায়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল(বৃহষ্পতিবার) বিকাল থেকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জেরে সকালে বাবা দা দিয়ে এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলে মা মারা যায়। এদিকে ঘটনার পরপরি পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পানছড়ি বাজার থেকে ঘাতক দহ কুমারকে আটক করে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ছেলেদের কাছে মরা দেহ হস্তান্তর করা হবে। আসামী দহ কুমার ত্রিপুরাকে ও আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই