খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ২য় দিনের খাদ্য সামগ্রী বিতরণ

Published: 07 Jul 2021   Wednesday   

 

কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগ সারা জেলায় এমন অন্তত ৫ হাজার ৩শ পরিবারকে খাদ্য সামগ্রি তুলে দিয়েছে। গত দু‘দিনে জেলার ৯ উপজেলায় এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র্র লাল ত্রিপুরা এমপি। খাদ্য সামগ্রর মধ্যে রযেছে দশ কেজি চাল, আলু, লবন, তেল, পেয়াজ, ডাল।

বুধবার সকালে ২য় দিনের মতো জেলার মহালছড়ি টাউন হলে এ খাদ্য সামগ্রী বিতরণের কাজ উদ্ভোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘আমরা নেতাকর্মীরা সাধ্যমত এগিয়ে এসেছি। এখন ৫ হাজার ৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছি। ফুরিয়ে এলে আরো সহায়তার হাত বাড়ানো হবে।’
উল্লেখ্য যে, এবার কঠোর লকডাউনের মধ্যে এটাই খাগড়াছড়িতে প্রথম খাদ্য সামগ্রি বিতরণ।

জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, কঠোর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন লোক ও দরিদ্র মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা আওয়ামীলীগ এই উদ্যোগ গ্রহন করে। জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেরা চাঁদা তুলে ৫০ লক্ষাধীকেরও বেশি টাকা সংগ্রহ করে এ খাদ্য সামগ্রী বিতরণ করে পুরো জেলায়।  এর আগে তিনি দিক নির্দেশনা দেন জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ওয়ারি পরিবার গুলোর তালিকা প্রস্তুত করার। পরে তৃণমূল কদলে নেতাকর্মীদের  সহায়তায় কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

তিনি আরো জানান, ‘কঠোর লকডাউনে বহু মানুষ খাদ্য সংকটে পড়েছে। অনেকে খাবার কিনে খাওয়ার সামর্থ হারিয়েছে।  এটা আমরা দেখে থাকতে পারিনা। তাই নিজেরাই টাকা পয়সা তুলে অভাবীদের মধ্যে বিতরণের চেষ্টা করছি মাত্র।তিনি সামর্থবান সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।  

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, এডভোকেট আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল,  বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত