এদিকে গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলের ৩৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৩শ ৬৬ জনে। মোট টেস্ট ৮৩৮৪ এর মধ্যে পজিটিভ ১৩৬৬ জন।
চলতি মাসে মোট টেষ্ট ৫৮০জন, পজিটিভ ২০৬ জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেষ্ট ৮৪৭৬জন পজিটিভ ১৩৬৬ জন। সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তার মধ্য পজিটিভ রোগীর সংখ্যা ২০জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬ জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ও র্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২ জনের নমুনায় ৩৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে । এখন চলতি মাসে ৩৫ দশমিক ৮৭ শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই