খাগড়াছড়িতে করোনায় এক নারীর মৃত্যু

Published: 06 Jul 2021   Tuesday   

খাগড়াছড়িতে করোনায় এক নারীর মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
 
করোনা আক্রান্ত হয়ে খাগড়াছড়ি হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।  মৃত ব্যক্তির দীঘিনালা উপজেলাধীন হাসিনসনপুর এলাকার মৃত আঃ আজিজ এর স্ত্রী সুর্যবানু বিবি (৮৫)।  
 
মঙ্গরবার (৬ই জুলাই) ভোর রাতে  সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।। গত শুক্রবার (২ জুলাই) তাকে জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  করোনা পরীক্ষায় তার রির্পোট পজেটিভ এসেছে।  এ নিয়ে খাগড়াছড়িতে মৃত্যু সংখ্যা দাড়ালো ৯ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায়  খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলের ৩৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৩শ ৬৬ জনে।  মোট টেস্ট ৮৩৮৪ এর মধ্যে পজিটিভ ১৩৬৬ জন।

চলতি মাসে মোট টেষ্ট ৫৮০জন, পজিটিভ ২০৬ জন।  সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেষ্ট ৮৪৭৬জন পজিটিভ ১৩৬৬ জন। সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তার মধ্য পজিটিভ রোগীর সংখ্যা ২০জন,  সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬ জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ও র‌্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২ জনের নমুনায় ৩৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে ।  এখন চলতি মাসে ৩৫ দশমিক ৮৭ শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত