করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে সমন্বয় সভা

Published: 05 Jul 2021   Monday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারী কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন সম্মেলন কে অনুষ্টিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান।


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারী কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে ডিজেএফ আই কর্ণেল ইমরান ইবনে রউফ, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, সিভিল সার্জেন বিপাশ খীসা, এনএস আই এর যুগ্ন পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় পার্বত্য জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান বলেন, জেলায় করোনা সংক্রামন রোধে সকলকে আরো বেশী সজাগ থাকতে হবে। সরকারের লকডাউন যথাযথ ভাবে পালন ও জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রশাসনের সকলকে মাঠে কাজ করার আহবান জানান।


সভা শেষে রাঙামাটি জিমনেসিয়াম হল রুমে এলাকায় বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত