সোমবার থেকে দুদিন ব্যাপী এপ্রিল খাগড়াছড়ি জেলাশহরের খাগড়াপুর মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্য দলের অংশগ্রহনে ‘গরয়া নৃত্য উৎসব’ অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন এমপি বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।
‘য়ামুক সাংস্কৃতিক আন্দোলন’র উদ্যোগে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব “বৈসু” উপলক্ষে তৃতীয় বারের মতো এবার এই উৎসব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্ণধার যুগান্তর ত্রিপুরা।
“৩য় গরয়া নৃত্য উৎসব” আয়োজন কমিটির আহ্বায়ক দুলালী ত্রিপুরা জানান, সংগঠনটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য অঞ্চলে বসবাসরত স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৩ খ্রিস্টাব্দে ১ম বারের মতো গরয়া নৃত্য উৎসব সফলভাবে আয়োজন করা হয়। বিগত বছরের ন্যায় চলতি বছরেও বৈসু উপলক্ষে আগামী ১৩ ও ১৪ এপ্রিল, ২০১৫ খ্রিস্টাব্দ দুই দিনব্যাপী খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ১০-১৫ টি গরয়া দলের অংশগ্রহনে “৩য় গরয়া নৃত্য উৎসব” আয়োজন করতে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.