রাঙামাটি কাপ্তাই হ্রদে অভিযানে দেড় মণ মাছ জব্দ

Published: 25 Jun 2021   Friday   

রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মাছের আহরণ ও বিক্রি বন্ধকালীন শহরের বনরূপা বাজারে তল্লাশি চালিয়ে বড় প্রজাতির চিতল ও কাতলসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় মণ মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।


বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।


বিএফডিসি রাঙামাটি অফিসের সহকারি মার্কেটিং অফিসার মো. সোয়েব সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএফডিসির বাজার মনিটরিং টিম বনরূপা বাজারের কাটাপাহাড় এলাকা থেকে নৌ-পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় মণ মাছ জব্দ করা হয়।


তিনি আরো বলে জব্দকৃত মাছের মধ্যে ছিলো ১১ কেজি ওজনের ২টি ডিম ওয়ালা মা কাতল, ১৩ কেজি ওজনের ১টি চিতলসহ বাচা, বাটা, আইড় ও চাপিলা মাছ। অভিযান টের পেয়ে চোরাই মাছ বিক্রেতারা পালিয়ে যায়।


তিনি জানান, হ্রদে মাছ শিকার বন্ধকালীন হ্রদের প্রজনন মৌসুমে মা-মাছ রায় বিএফডিসির অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত