বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেল দুই শতাধিক পরিবার

Published: 23 Jun 2021   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়িতে বুধবার  কভিট -১৯ এর ক্ষতিগ্রস্ত দু্ই শতাধিক গরীব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদ মাঠে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসচ্ছল অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। 
 
এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সাংবাদিক ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্ম কর্তকা-কর্মচারীরা।
 
পরে দুইশতাধিক গরিব , কর্মহীন, দুস্থ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ঢাল,১কেজি তেল,২কেজি আলু ও ১কেজি পেয়াজ বিতরণ করা হয়।
  
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সারাদেশে খেটে খাওয়া ও দিনমজুর পরিবারবর্গ আর্থিকভাবে ভেঙে পড়েন, তাই প্রধানমন্ত্রীর আওতাধীন গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন " উপজেলা প্রশাসন বাঘাইছড়ি । করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত  এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত