শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগডাছড়ি জেলার ৫৮ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২০জুন) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগডাছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এবার খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার ৫৮ টি বৌদ্ধ বিহারে সাড়ে ৭ লক্ষ টাকা রিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারামা।
এ সময় প্রধান অতিথি বলেন, এই কল্যাণ ট্রাস্ট সবসময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। আগামীতেও তা ধারাবাহিকতা ধরে রাখবে। এই ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম করে থাকে। এই টাকাগুলো সবসময় সঠিকভাবে কাজে লাগানো হয়। এতে করে সকল মন্দিরের দায়িত্বশীল লোকজন উন্নয়ন কাজ করতে সাহস পান।
তিনি আরো বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ত্রাণ তহবিলের এ অর্থ বিতরণ করা হচ্ছে। তাই তিনি প্রধান মন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপনা চাকমা সভাপতিত্বে ট্রাস্টের সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগডাছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি নুরুল আজম।।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই